সুনেত্র গ্যাক্ষেত্র অভিমূখে এনডিএফ-এর গণযাত্রা সফল করার আহবান

রিয়াজ উদ্দিন, শাবি : শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রদল আজ সোমবার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ঘোষিত সনেুত্র গ্যাসক্ষেত্রকে সাম্ররাজ্যবাদী বহুজাতিক কোম্পানির কাছে ইজারা দেওয়ার পায়তারার প্রতিবাদে গণযাত্রা সফল করার লক্ষ্যে সুনামগঞ্জের ধরমপাশা থানার বাদশাগঞ্জ অভিমুখে যাত্রা আরম্ভ করেছে।

আগামীকাল মঙ্গলবার সারা দেশ থেকে এনডিএফ এবং এর জোটবদ্ধ সংগঠনগুলো বাদশাগঞ্জে একত্রিত হয়ে গণযাত্রায় অংশ নেবে। জাতীয় ছাত্রদল শাবি শাখার সংগ্রামী সভাপতি রিয়াজ মোহাম্মদ খান জাতীয় সম্পদ রক্ষার এই আন্দোলনকে সফল করার করার লক্ষ্যে ছাত্রসমাজকে গণযাত্রায় অংশগ্রহণের আহবান জানিয়ে বলেন, একাত্তর পরবর্তীতে বাংলাদেশে অনেকে জনগণকে বিভিন্ন আশার বাণী শুনিয়ে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু কোন সরকারই জনগণের স্বার্থে কোন কাজ করেনি। তারা সাম্ররাজ্যবাদী দেশগলোর সাথে একের পর এক দাসত্বমূলক অসম চুক্তির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ সাম্ররাজ্যবাদী বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেয়াসহ গণবিরোধী বিভিন্ন কার্যকলাপ করে আসছে। এরই অংশ হিসাবে গত ১৫ জুন মহাজোট সরকার এক দাসত্বমূলক অসম পিএসসি চুক্তির মাধ্যমে বাংলাদেশের সমুদ্রবক্ষের ১০ ও ১১ নং ব্লকের গ্যাস উত্তলনের দায়িত্ব আমেরিকান বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপসের হাতে প্রদান করে। পিএসসি চুক্তি মোতাবেক বাংলাদেশের গ্যাসের মাত্র ২০ শতাংশ বাংলাদেশ পাবে বাকী ৮০ শতাংশ পাবে সাম্ররাজ্যবাদী বহুজাতিক কোম্পনগিুলো।

রিয়াজ মোহাম্মদ খান এই চুক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশের মত নয়া উপনিবেশিক দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা বিদেশী বহুজাতিক কোম্পানিগুলোর দালালি করে। আজকে জনগণ যখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নিরাপত্তা সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত তখন দালাল সরকারগুলো দেশের জাতীয় সম্পদ বিদেশের হাতে তুলে দিচ্ছে। অন্যদিকে তারা গ্যাস সংকটের অজুহাত দেখিয়ে দফায় দফায় গ্যাসের দাম বৃদ্ধি করে চলেছে যার ফলে বৃদ্ধি পাচ্ছে যাতায়াত ভাড়াসহ আনুষাঙ্গিক ব্যয়। দালাল বিরোধী দলীয় সংগঠনগুলো এর কোন বিরোধিতা করছে না। তাই শুধু গ্যাস রক্ষার লড়াইকে বিছিন্ন করে দেখার এবং অরাজনৈতিক দৃষ্টিতে দেখার সুযোগ নেই। সঠিক নেতৃত্বকে সামনে রেখে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সংবিধান ও সরকার মাধ্যমেই কেবল গ্যাসসহ জাতীয় সম্পদ রক্ষা করা সম্ভব।