গৌরনদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত

নিজস্ব সংবাদদাতা: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামকস্থানে  বুধবার সকালে দুরপাল্লার দুটি যাত্রীবাহী বাসের মূখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই হেলপার সাইফুল ইসলাম (৩০) নিহত ও উভয় বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহতদের মধ্যে দু’জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। আহতদের গৌরনদী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনার ফলে মহাসড়কে দুই ঘন্টা সকল যানচলাচল বন্ধ থাকে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় মহাসড়ক থেকে দুঘর্টনাকবলিত বাস দুটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
 

বিভিন্ন সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি নৈশ কোচ (বগুড়া মেট্রো-ব-১১০০৪৬) সকাল সাড়ে ৮ টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা নামকস্থান অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা বরিশাল থেকে বেনাপোলগামী যাত্রীবাহী জি.এম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-১১০২) মূখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস দুটির সম্মুখ ভাগ দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই বিআরটিসি বাসের হেলপার সাইফুল ইসলাম (৩০) নিহত হয়।

গুরুতর আহতদের মধ্যে ইসলামী ব্যাংকের বরিশাল জোনাল অফিসের সিনিয়র অফিসার মোঃ তারিকুল ইসলাম, মোঃ আনিসুর রহমান, যাত্রী বাচ্চু মিয়া, আউয়াল হোসেন ও মর্জিনা বেগমকে বরিশাল ও অন্যান্যদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।