গৌরনদীতে শিক্ষকদের তিনদিনের ক্লাশ বর্জন কর্মসূচী স্থগিত

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফরিদ জমাদ্দারের প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদেও ঘোষিত ৩ দিনের ক্লাশ বর্জন কর্মসূচী স্থগিত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি’র আশ্বাসে ঘোষিত তিনদিনের কর্মসূচী শুক্রবার রাতে স্থগিত করা হয়।

শুক্রবার রাত ৮টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খান, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, উপজেলার সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, প্রাথমিক শিক্ষক সমিতি ও শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের আশ্বাসে ঘোষিত তিনদিনের কর্মসূচী স্থগিত করার সিদ্ধান্ত নেয় শিক্ষক নেতৃবৃন্দরা।

ফরিদ হত্যার বিচারের দাবিতে গঠিত র্সবদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও জেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি টি.এম আলতাফ হোসেন বলেন, শিক্ষক মোঃ ফরিদ জমাদ্দারকে (২৭) হত্যার পর পরই ক্লাস বর্জনসহ লাগাতার আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হয়। সেই থেকে তাদের বিভিন্ন কর্মসূচী অব্যাহত রয়েছে। স্থানীয় সংসদ সদস্যর আশ্বাসে তাদের তিনদিনের ক্লাস বর্জন কর্মসূচী স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, গতকাল শনিবার থেকে আগামি ২০ অক্টোবর পর্যন্ত তারা বরিশাল জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কালোব্যাজ ধারন, স্কুলে কালো পতাকা উত্তোলন, ২০ অক্টোবর বরিশাল সদরে মানববন্ধন কর্মসূচী পালন করবেন।