বৈদিক সমাজ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিশ্ব শান্তি ও কল্যান কামনায় আত্মানন্দ বৈদিক আশ্রমের উদ্যোগে ৫২তম বিশ্ব শান্তি ও কল্যান কামনায় যজ্ঞ ও আলোচনা সভা আগামি ২৫ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হইবে। স্বরুপকাঠী থানার লেবুবাড়ি গ্রামে আয়োজিত “৫২ তম বিশ্ব শান্তি ও কল্যান কামনায় যজ্ঞ ও আলোচনা সভা”য় সকলকে উপস্থিত থাকার জন্য আত্মানন্দ বৈদিক আশ্রমের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।