গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও পৌর বিএনপির নেতা মোঃ শাহজাহান বেপারী (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…….রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির, জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আকন ছিদ্দিকুর রহমান, সহসাধারন সম্পাদক কাজী সরোয়ার, পৌর বিএনপির সহসভাপতি নুরু খান, সাংগঠনিক সম্পাদক সামচুল হক মাতুব্বর, উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ হাসান মিটু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ, রকিব গাজী, ফরিদ মিয়া, ফারুক সরদার, খলিল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, যুগ্ন আহবায়ক ফুয়াদ হোসেন এ্যানি, জাফর খান, সিহাব উদ্দিন খোকন, পৌর শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন বেপারী, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, পৌর কৃষক দলের সভাপতি দুলাল আকন গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।