আজ শুরু হল জেএসসি পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা ॥ আজ মঙ্গলবার সারা দেশে একযোগে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন শুরু হচ্ছে জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী, অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ হাজার ৫শ’ ২৭ জন। এর মধ্যে ৪১ হাজার ১শ’ ৭ জন ছাত্র এবং ৪৪ হাজার ৪শ’ ২০ জন ছাত্রী। গত বছরের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ৯ হাজার ৮শ’ ৩৩ জন। গত বছর পরীক্ষার্থী ছিলো ৭৫ হাজার ৬শ’ ৯৪ জন। প্রথমবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ১ হাজার ৬শ’ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিলেও এবার তা বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৬শ’ ৩৫টিতে। বেড়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। গত বছর ৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর ৩৩টি বেড়ে মোট কেন্দ্র হয়েছে ৯৮টি।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহম্মদ শাহ্ আলমগীর জানান, বিভাগের সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী বরিশাল জেলায়। এখানে ২৯ হাজার ৩শ’ ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩ হাজার ৭শ’ ৭৫ জন এবং ছাত্রী ১৫ হাজার ৫শ’ ৬২ জন। পটুয়াখালী জেলায় ১৪ হাজার ৩শ’ ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ৪শ’ ৮০ জন এবং ছাত্রী ৬ হাজার ৮শ’ ২৯ জন। বরগুনায় ৯ হাজার ২শ’ ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৫শ’ ৫৯ জন ছাত্র এবং ৪ হাজার ৬শ’ ৬০ জন ছাত্রী। পিরোজপুরে ১২ হাজার ৯শ’ ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৭শ’ ১৮ জন এবং ছাত্রী ৭ হাজার ২শ’ ২৪ জন। ভোলায় ১১ হাজার ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ২শ’ ৯৩ জন এবং ছাত্রী ৫ হাজার ৭শ’ ৮৪ জন। ঝালকাঠীতে পরীক্ষার্থীর সংখ্যা সর্বনিম্ন ৮ হাজার ৬শ’ ৪৩ জন। এর মধ্যে ৩ হাজার ৭শ’ ৯১ জন ছাত্র এবং ৪ হাজার ৮শ’ ৫২ জন ছাত্রী। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার নতুন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি জানান, প্রথমবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শনের জন্য ভিজিলেন্স টিম থাকলেও এ বছর তার প্রয়োজন নেই। এ জন্য স্থানীয় প্রশাসনই যথেষ্ট। সুষ্ঠু, সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে সে জন্য সকল কেন্দ্র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।