বাবুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বরিশাল অফিস ॥ বরিশালের বাবুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ চুরি করে কালোবাজারে বিক্রির  ঘটনায় জড়িত অফিস সহকারী মোঃ রফিকুল ইসলামের বিরুদ্দে সোমবার ৩ সদস্য বিশিস্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে,অফিস সহকারী রফিকুল ইসলামের বিরুদ্দে হাসপাতালের স্টোর রুম থেকে গত ২৮ সেপ্টেবর বিকেলে সরকারী ঔষধ বস্তা ভরে চুরি করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতার হাতে ধরা খেয়ে গনধোলইয়ের স্বীকার হন। এ ঘটনার পর গত সোমবার বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ এটিএম মিজানুর রহমানের নির্দেশে ডেপুটি সিভিল সার্জন ডাঃ বাকির হোসেন কে প্রধান করে ৩ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এ কমিটি আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তাদের রির্পোট পেশ করার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন জেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা শহীদুল আলম ও সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন তালুকদার।