শীর্ষ নিউজের সম্পাদক জেলগেট থেকে ফের গ্রেপ্তার

আহমেদ জালাল, বিশেষ প্রতিনিধিঃ জেল গেট থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক একরামুল হককে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে গেটে আসার সঙ্গে সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে অমানবিক কায়দায় মারধর করে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।

শীর্ষ নিউজের বানিজ্যিক ব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, জেল গেট থেকে বের হওয়ার সঙ্গেই সম্পাদক একরামুল হককে নির্যাতন করে বেশ কয়েক সাদা পোশাকধারী পুলিশ গাড়িতে করে অজ্ঞাত স্থানে তুলে নেয়। পরে জানাযায় তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সূত্র জানায়, একরামুল হকের বিরুদ্ধে নতুন করে রমনা থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে তার বিরুদ্ধে দায়েরকৃত চাঁদবাজির মামলায় ২৫ অক্টোবর চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ জামিন মঞ্জুর করে। এরও আগে দায়েরকৃত দুটি মামলায়ও তিনি জামিন পেয়েছেন। এরফলে আজ মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

এদিকে শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হককে ফের গ্রেপ্তারে বিভিন্ন মহলে নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন সম্পাদক একরামুল হত তার কলমের মাধ্যমে যে সততা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তা ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সাংবাদিক সমাজ একরামুল হককে সাম্রাজ্যবাদ,আধিপত্যবাদ বিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানের অগ্রপথিক ও জাতীয় সআর্থরক্ষার আর্দশের প্রতীক হিসাবে গ্রহন করেছেন। তারা একরামুল হকের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র বন্ধের দাবী জানিয়েছেন। চরম উদ্দেগ আর উৎকন্ঠায় রয়েছেন একরামুল হকের পরিবার।

প্রসঙ্গত গত ৩০ জুলাই  রাজধানীর মগবাজারের বাসা থেকে একরামুল হককে গ্রেপ্তার করে পুলিশ। একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের হয়। এরপর গত ২১ আগষ্ট শীর্ষ নিউজ ডটকমের প্রকাশনা সাময়িক বন্ধ ঘোষনা করে শীর্ষ নিউজ পরিবার।