উম্মে রুম্মান, বরিশাল ॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী স্কুল ছাত্রী সেজুতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন । মঙ্গলবার দুপুরে তিনি বাকেরগঞ্জের রঘুনাথপুরে সেজুতির বাড়িতে গিয়ে এ দাবি জানান।
আলতাফ হোসেন চৌধুরী সেজুতির কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । পরে তিনি সেজুতির মাকে শান্তনা দেন এবং সৌদী প্রবাসী সেজুতির বাবার সাথে মোবাইলে কথা বলেন। এ সময় তার সঙ্গে সেজুতির স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মিয়া, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব আলী মোল্লা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতে সেজুতিকে সন্ত্রাসীরা বাড়ি থেকে অপহরনের চেষ্টাকরে । এ ঘটনায় সেজুতির মা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় ঘৃণা ও লজ্জায় সেজুতি আত্মহত্যা করে।