আগৈলঝাড়ায় মসজিদের মার্কেটে সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ডিএইচবি হাট মসজিদের নির্মানাধীন মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে সন্ত্রাসীরা। হামলায় মসজিদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দত্তেরাবাদ গ্রামের মোঃ মোশারফ হোসেন সরদার ডিএইচবি হাট মসজিদ জন্য দত্তেরাবাদ মৌজার হাল নং ৪৬০,৪৫৯ নং দাগের ৮ শতাংশ জমি দলিল করে দেন। পরবর্তীতে এলাকার মুসল্লী ও ব্যবসায়ীরা অনুদান দিয়ে একটি মসজিদ নির্মান করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ দাদন আলী সিকদার জানান, মসজিদ পরিচালনার ব্যয় নির্বাহ ও উন্নয়নের জন্য সম্প্রতি কর্তৃপক্ষ মসজিদ সংলগ্ন একটি মার্কেট নির্মানের পরিকল্পনা গ্রহন করেন। তারই ধারাবাহিকতায় মসজিদসহ দোকান ঘর পাকাকরনের কাজ শুরু করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হানিফ সরদার, ওসমান সরদার, নুরুল ইসলামসহ ৭/৮ জন সন্ত্রাসীরা জমির মালিকানা দাবি করে কাজ বন্ধ করে দেয়। একপর্যায়ে তারা নির্মানাধীন মসজিদ মার্কেটের সীমানায় প্রবেশ করে মসজিদের ওয়াল, ১০টি কলাম ও দুটি গ্রেট ভীম ভেঙ্গে ফেলে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।