গৌরনদী হাসপাতালে যুবদল নেতার হামলায় তিনজন আহত ॥ আটক-২

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি রোগীদের বেডে গিয়ে শনিবার সন্ধ্যায় যুবদল নেতা ও তার সহযোগীরা হামলা চালিয়ে তিনজনকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় স্থানীয়রা দু’জনকে আটক করেছে। হামলার সময় হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন ও কর্মরত ষ্টাফদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।

দু’দফা হামলায় গুরুতর আহত উপজেলার নরসিংহলপট্টি গ্রামের ব্যবসায়ী জসিম উদ্দিন ওরফে জনি সরদার জানান, তুচ্ছ ঘটনার জেরধরে পাশ্ববর্তী পতিহার গ্রামের রাজিবের নেতৃত্বে তার সহযোগীরা শনিবার বিকেলে হামলা চালিয়ে জনি ও মিন্টু সরদারকে আহত করে। স্থানীয়রা আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।  একই ঘটনায় রাজিবের পক্ষালম্বন করে ওইদিন সন্ধ্যায় যুবদল নেতা কামাল গোমস্তার নেতৃত্বে তার ২০/২৫ জন সহযোগীরা হাসপাতালের বেডে উপস্থিত হয়ে দ্বিতীয় দফায় জনি ও মিন্টুর ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা জনির নিকট আত্মীয় শিল্পী আক্তারকেও মারধর করে আহত করে। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পরলে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া করে। একপর্যায়ে অন্যান্য হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা হামলাকারী আইজদ্দিন কাজী ও শাহিন সরদারকে আটক করে। আটককৃতদের থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।