বাকেরগঞ্জের মান্নান হত্যার আসামি কাজল গ্রেফতার

বরিশাল প্রতিনিধি ॥ বাকেরগঞ্জের জিরাইলের কাঁচামাল ব্যবসায়ী মান্নান হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি নিহতের স্ত্রী কাজল বেগমকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গতকাল সকালে জিরাইল গ্রামের একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। গত শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নিজ বাড়ীতে মান্নানকে তার স্ত্রী কাজল ও তার পরকীয়া প্রেমিক শামসুল হক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মান্নানকে আহত করে। চিকিৎসার জন্য আহত মান্নানকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরে বিকেল ৫ টায় সে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহত মান্নানের ভাই জালাল হাওলাদার বাদী হয়ে গতকাল বাকেরগঞ্জ থানায় ১৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকাসূত্রে জানা যায়, নিহত মান্নান হাওলাদার ঢাকা কাওরান বাজারে কাঁচামালের ব্যবসা করত। স্বামী ঢাকা থাকায় তার স্ত্রী কাজল এলাকার সামসুল হক নামে একজনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। একদিন মান্নানের পুত্র সাদ্দাম (১৩) তার মা কাজলকে পরকীয়া প্রেমিক সামসুল হকের সাথে ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। বিষয়টি সাদ্দাম তার বাবা মান্নানকে জানালে এনিয়ে কাজলের সাথে স্বামী মান্নানের মতবিরোধ ও ঝগড়াঝাটি হয়। গত ৯ নভেম্বর মান্নান ঈদ করতে ঢাকা থেকে বাড়ীতে আসলে স্ত্রী কাজল ও পরকীয়া প্রেমিক সামসুল হক তাকে দেখিয়ে দেবে বলে খুন জখমের হুমকি দেয়। তাহার জের ধরে গত শুক্রবার সকাল সাড়ে ৯ টায় একদল দূর্বত্তদের নিয়ে অস্ত্র সহ মান্নানের বাড়ীতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।