আগৈলঝাড়া প্রতিনিধি ॥ এসএসসি পরীক্ষার ফরম ফিলাপে আগৈলঝাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে দরিদ্র অসহায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। সংশি¬ষ্টসূত্রে জানা গেছে, উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোথাও কোথাও ম্যানেজিং কমিটির হস্তক্ষেপে ফরম ফিলাপে বোর্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করে ধার্যকৃত টাকার চেয়ে ২-৩ গুণ বেশি টাকা অতিরিক্ত আদায় করছে। মাধ্যমিক শিক্ষক সমিতি চলতি বছরে এসএসসি ফরম ফিলাপের জন্য বিজ্ঞান বিভাগে ২ হাজার ৩শ’ ৯০ টাকা, বানিজ্য ও মানবিক বিভাগে ২ হাজার ১শ’ ৫০ টাকা স্কুলগুলোকে নির্ধারণ করে দিয়েছে। ধার্য করার পরেও কোন কোন স্কুল এর অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরে বরিশাল শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ৯শ’ ৯০ টাকা এবং বানিজ্য ও মানবিক বিভাগে ৯শ’ টাকা নির্ধারণ করেছে। এরপরেও আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বোর্ডের নির্দেশের বাইরে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৩শ’ ৯০ টাকা, বানিজ্য ও মানবিক বিভাগে ২ হাজার ১শ’ ৫০ টাকা ধার্য করেছে। এরপরেও বিভিন্ন স্কুল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার অজুহাতে আরও অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে অভিভাবকদের কাছ থেকে।
এই অতিরিক্ত ফি’র কারণে অনেক দরিদ্র ও অসহায় বাবা-মাকে তাদের শেষ সম্বল গরু, গাছ, ধান বিক্রিসহ চড়াসুদে টাকা জোগার করতে হচ্ছে। আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ ব্যক্তিগত কারণে ঢাকা থাকায় তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের কাছে জানতে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ম্যানেজিং কমিটির সাথে সিদ্ধান্ত করে ফি নির্ধারণ করেছে। এবিষয়ে রোববার এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।