চোরের দশদিন আর গৃহস্থের একদিন প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া

নিজস্ব সংবাদদাতাঃ চোরের দশদিন আর গৃহস্থের একদিন। প্রবাদ বাক্যটির বাস্তবের রূপ মিলেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে। তিনটি গৃহে সিঁদকেটে প্রবেশ করে চুরি শেষে পালানোর সময় গৃহকর্তা কৌশলে এক চোরকে আটক করে রাখে। আটককৃত চোরের স্বীকারোক্তি মতে পুলিশ রবিবার বিকেলে আরেক চোরকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী রিপন শাহ, মাইদুল ইসলাম শাহ ও আদিবুর রহমান শাহের বতস ঘরে শনিবার রাতে সংঘবদ্ধ চোরেরা সিঁদ কেটে প্রবেশ করে। চোরেরা সর্বশেষ আদিবুরের ঘরে চুরি শেষে বের হওয়ার সময় গৃহকর্তা আদিবুর কৌশলে এক চোরের মুখ বেঁধে ফেলে আটক করে রাখে। ওই রাতেই আটককৃত চোরকে থানা পুলিশের হাতে সোর্পদ করা হয়। পুলিশ জানায়, আটককৃত চোরের নাম রিয়াজ সরদার (৩৫)। সে নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ গ্রামের মৃত আলতাফ সরদারের পুত্র। দীর্ঘদিন পূর্বে সে উপজেলার চান্দ্রো গ্রামের জনৈক সেকান্দার বাহাদুরের কন্যাকে বিয়ে করে ঘরজামাই থেকে বিভিন্নস্থানে চুরির কাজ করে আসছে। তার স্বীকারোক্তি মতে রবিবার বিকেলে পুলিশ সোমাইরপাড় গ্রামের আরেক চোর প্রনব অধিকারীকে (২৫) গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়।