যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি-জামায়াত মরিয়া -আবুল হাসানাত আব্দুল্লাহ

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিএনপি-জামায়াত মরিয়া হয়ে উঠেছে। তাই খালেদা জিয়া লং মার্চের নামে গাড়ি মার্চে নেমেছে। এ দেশের Awamiligজনগন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেভাবে ভাষা ও স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো, ঠিক একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করে আসছেন। ম্যাডাম খালেদা জিয়া যতোই চিল্লাচিল্লি করুক না কেন, যুদ্ধাপরাধীদের বিচারে কোন প্রকার বাঁধা সৃষ্টি করতে পারবেন না। বর্তমান সরকারের সময়েই তাদের বিচার করা হবে। গতকাল সোমবার বিকেলে আওয়ামীলীগের তৃনমূল পর্যায়ের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, মহান মুক্তিযুদ্ধের বরিশাল অঞ্চলের মুজিব বাহিনীর কমান্ডার ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরাই হচ্ছে দলের প্রাণ ও শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আর উন্নয়নমূলক সকল কাজের বিরোধীতা করে মাঠে নেমেছেন হাওয়া ভবনের লালিত সব দালালেরা। তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। বিশেষ অতিথি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, বিএনপি জনগনের জন্য নয়, নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। আওয়ামীলীগ নিজেদের জন্য নয়, দেশের জনগনের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি পংঙ্কজ দেবনাথ বলেছেন, ম্যাডাম জিয়া লং মার্চের নামে দুর্নীতিবাজ দু’সন্তান ও যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য মাঠে নেমেছেন। তাদের সে আসা ও স্বপ্ন কোনদিনই পূরন হবে না। তাদের আসল চেহারা জনগনের কাছে স্পষ্ট হয়ে গেছে। 

বরিশালের গৌরনদী সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে সোমবার বিকেল তিনটায় গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী ও ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, কালকিনি পৌরসভার মেয়র মোঃ এনায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, এইচ.এম জয়নাল আবেদীন, গোলাম মনির হোসেন মিয়া প্রমুখ।

একইদিন সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।