বান কি মুন সভ্যতার কাছে আমাদের দাবি আছে

প্রেস বিজ্ঞপ্তিঃ "বান কি মুন সভ্যতার কাছে আমাদের দাবি আছে,৩০০মিলিয়ন মানুষের মুখের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণা করা হোক" এই স্লোগানে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণার দাবিতে আজ রাজধানিতে শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে করা হয় মানববন্ধন। মানববন্ধনে রাজু আহমেদ মামুন বলেন, ৩০০ মিলিয়ন মানুষের মুখের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণার দাবিতে আমরা প্রায় এক বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতিসংঘে আমাদের দেশের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার এ দাবি উত্থাপন করেছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এখন ঢাকা সফর করছেন। আমাদের দাবিটি তার মাধ্যমে বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে  তুলে ধরতে চাই।

তিনি বলেন, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ঘোষণার দাবিতে ঢাকা রিপোর্ট ডট কম দেশব্যাপী পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ৮০ লক্ষাধিক মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। বাকি স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে।

স্বাক্ষর গ্রহণ সম্পন্ন হলে ৫ কোটি মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারক লিপি জাতিসংঘের মহাসচিবসহ পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানের কাছে দেওয়া হবে বলে জানান রাজু আহমেদ মামুন। তিনি আরো বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান অনুষঙ্গ। এ পরিচয় আরো উজ্জল করতে বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে চর্চা করা প্রয়োজন।  

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জনাব আতাউল্লা খান,ইমন সাদী,তাইজুল ইসলাম তাজ, যুবায়ের মামুন,সৈয়দা আয়াতুন্নেসা রত্নাসহ অনেকে।