পটুয়াখালীতে ধূমপান বিরোধী আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি ॥ আদর্শ মহিলা সংস্থা ও ডাব্লিউবিবি ট্রাস্টের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় সরকারী জুবলী স্কুল রোডস্থ পটুয়াখালী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন-২০০৫ বাস্তবায়নে স্বাস্থ্য কর্মীর ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদর্শ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাঃ পিয়ারা বেগম। বিশেষ অতিথি হিসাবে  আলোচনা  করেন, সাংবাদিক জালাল আহমেদ, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে হেনা বেগম, সহকারী পরিবার কল্যান  কর্মকর্তা ফজিলাতুননেছা। আরো বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আবদুস সাত্তার, পরিবার কল্যান সহকারী আলেয়া খানম প্রমুখ। সভায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অর্ধশতাধিক স্বাস্থ্য কর্মীসহ বিভিন্ন সংস্থার স্বাস্থ্য কর্মী অংশ নেয়।