আগৈলঝাড়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে হামলা-ভাংচুর

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিলের ঘরে দৃর্বৃত্তরা হামলা-ভাংচুর চালিয়ে তার দুই ছেলেকে কুপিয়ে-পিটিয়ে আহত করেছে।

ঐ গ্রামের বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল জলিলের সাথে জমি নিয়ে প্রতিবেশী রমিজউদ্দিন ঘরামীর পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে রবিবার রাতে রমিজের স্বজন আনোয়ার ঘরামীর নেতৃত্বে ১৫/২০ দুর্বৃত্ত ঐ ঘরে হামলা চালায়। হামলাকারীরা টিনের সীমানা প্রাচীর এবং ঘরের দরজা জানালা ব্যাপক ভাংচুর করে। বাঁধা দিতে গেলে তার ছেলে জুবায়ের ও জুয়েলকে কুপিয়ে-পিটিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী জড়ো হতে থাকলে তারা পালিয়ে যায়। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী জানান, গ্রামগঞ্জে এ রকম মারামারি হতেই পারে। কিন্তু তিনি এ সংক্রান্ত কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে জেল জরিমানা সহ ব্যবস্থা নেবেন।