গৌরনদীতে রাসপূজা উপলক্ষে দু’দিনব্যাপী নাট্যানুষ্ঠান

নিজস্ব সংবাদদাতাঃ রাস পূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের গাইনের বাড়িতে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার রাতে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় স্থানীয় সমাজসেবক আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন আব্দুর রব হাওলাদার, সাংবাদিক আমিন মোল্লা, ইউনুস মোল্লা, ইউপি সদস্য কামাল সরদার, জালাল সরদার, জামাল হাওলাদার, সমাজসেবক আলাউদ্দিন সরদার, সুশীল গাইন, সজল সরকার, নজরুল ইসলাম প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাহিলাড়া পল্লী নাট্যগোষ্ঠির আয়োজনে নাটক “জীবন নদীর তীরে” মঞ্চস্থ্য করা হয়। শেষদিনে বুধবার (১৬ নবেম্বর) রাতে নাটক “এক মুঠো অন্ন চাই” মঞ্চস্থ্য করা হয়।