গৌরনদী ক্যাথলিক চার্চে পুরোহিত রজত জয়ন্তী উদ্যাপন

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী ধর্মী পল্লীর প্রধান পুরোহিত রেভাঃ ফাদার লাজারুজ গমেজের যাজকীয় জীবনের রজত জয়ন্তী উৎসব শনিবার দিনভর স্থানীয় ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয়। রজত জয়ন্তী উপলক্ষে চট্রগ্রাম, খুলনাসহ বিভিন্ন প্রদেশের ফাদার, ব্রাদার ও সিষ্টারসহ হাজার হাজার খৃষ্টভক্তদের মিলন মেলায় পরিনত হয়। দীর্ঘদিন পরে তারা একে অপরের সাথে কুশল বিনিময়সহ আড্ডায় মেতে উঠেন।

এ উপলক্ষে গৌরনদী ক্যাথলিক চার্চ প্রাঙ্গনে ধর্মীয়, সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হয়। উৎসব উদ্যাপন কমিটির আহবায়ক ও ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার জুলিয়াস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম প্রদেশের পুরোহিত বিশপ রেভারেন্ট লরেন্স সুভ্রত হাওলাদার। বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী সার্কেলের এসএসপি মোঃ সাইদুল ইসলাম-পিপিএম, ফাদার ফিলিপ ডি রোজারীয়, ফাদার রমেন বৈরাগী, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, পিটার এস রত্ন, কালবের সাবেক পরিচালক জোনাস ঢাকী, আলবার্ড বাড়ৈ, রিংকু রতœ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রোজ মেরী করবি জয়ধর। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সারাদেশের বিভিন্ন ধর্ম পল্লীর শতাধিক ফাদার, ব্রাদার, সিস্টার ও তিন হাজার  খৃষ্টভক্ত উপস্থিত ছিলেন।