বরিশালে জাতীয় ক্রিকেট লীগের আসর

শুভব্রত দত্ত, বরিশালঃ বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে বসছে জাতীয় ক্রিকেট লীগের আসর। ২৩ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মানের পর এই প্রথম বসছে জাতীয় ক্রিকেট লীগ। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার স্বাগতিক বরিশাল বিভাগ বনাম ঢাকা বিভাগের মধ্যকার খেলা দিয়ে যাত্রা শুরু হচ্ছে বরিশাল স্টেডিয়ামের।

শনিবার বিকেলে বরিশাল স্টেডিয়ামের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরিশালের ক্রীড়া সংগঠকরা জানান, খেলার উদ্বোধন করবেন বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। জাতীয় ক্রিকেটলীগে এবারে বরিশালের আসরকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  ইতোমধেই ঢাকা বিভাগীয় ক্রিকেট দল বরিশালে এসে পৌছেছে। কয়েকদিনের মধ্যেই আসবে রাজশাহী বিভাগীয় দল। এই ক্রিকেট আসরকে ঘিরে বরিশালের ঝিমিয়ে পড়া ক্রিকেট আবার চাঙ্গা হয়ে উঠবে বলে আশাপ্রকাশ করেন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন আলো, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিকুল আলম গুলজার, ক্রিকেট উপ-পরিষদের আহ্বায়ক মাসুদুর রহমান কুট্টি, সদস্য সচিব গোলাম সরোয়ার রাজীবসহ অন্যান্য সদস্যরা।

প্রায় অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী বরিশাল স্টেডিয়ামকে ২০০৪ সালে আন্তজার্তিক ভেন্যুর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ২৩ কোটি ১৫ লাখ টাকা বরাদ্ধ দেয়। ২০০৭ সালে মাঠের নির্মান কাজ সম্পন্ন হয়। ৩৫ হাজার দর্শক একত্রে বসে খেলা দেখার জন্য গ্যালারী, পাঁচতলা প্যাভিলিয়ন ও মিডিয়া সেন্টার নির্মান করা হলেও দীর্ঘদিন এই মাঠে  বড় কোন আসর হয়নি।