শুভব্রত দত্ত, বরিশালঃ বরিশাল জেলার ১৩ শতাধিক বিদ্যালয়ে অনলাইনে এসএসসি’র ফরম পূরন করছে বরিশাল শিক্ষাবোর্ডর পরীক্ষা শাখা। প্রতিটি জেলার সরকারী বিদ্যালয় অথবা শিক্ষা অফিসে গিয়ে সেখানে বসেই বোর্ডের পরীক্ষা শাখার কর্মকর্তারা ফরম পূরন করে দিয়ে আসছে। চলতি মাসের প্রথমদিকে শুরু হয় এসএসসি’র ফরম ফিলাপ। ২৫ তারিখ পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের ফরম পূরন করাতে পারবে। আর অনলাইনের মাধ্যমে এ ফরম পূরন করতে র্বোডের কর্মকর্তারাই প্রতিটি জেলায় যাচ্ছেন।
১৯ নভেম্বর ভোলা জেলার ১ শ’৪৭ টি বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে এসএসসি ফরম পূরন করিয়েছে র্বোডের পরীক্ষা শাখা। রবিবার বরগুনা জেলার ১৬৭ টি বিদ্যালয়ের ফরম পূরন করা হয়েছে। সোমবার পটুয়াখালী জেলায়, ২২ নভেম্বর পিরোজপুর জেলায়,২৩ নভেম্বর ঝালকাঠী জেলায় এবং ২৪ ও ২৫ নভেম্বর বরিশাল জেলার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ফরম পূরন করা হবে। বিভাগের প্রতিটি জেলায় র্বোডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন, আইটি পরিচালক রাজিব চৌধুরী ও সিস্টেম এনালিষ্ট শহিদুজ্জামান এই ৩ জন গিয়ে অনলাইনে ফরম পূরন করবেন।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান স্বতঃস্ফুর্তভাবে অনলাইনের মাধ্যমে এসএসসি’র ফরন পূরন হচ্ছে। কিন্তু ২৫ নভেম্বরের পর আর কোন ফরম পূরন করা হবে না।