বরিশাল প্রতিনিধি ॥ নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে বরিশাল নগরীর ৩ ব্যবসা প্রতিষ্ঠানের নিকট থেকে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছে। আজ সোমবার র্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে নগরীর বাজার রোডের খান ব্রাদার্স সুতার দোকান থেকে ৫ হাজার টাকা, নতুন বাজারের লাভলুর মুদি দোকান থেকে ১০ হাজার এবং মন্টুর পানের দোকান থেকে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।