আর্কাইভ

অধ্যক্ষ ইউনুস খানের সপ্তদশ মৃত্যুবার্ষিকী পালিত

উম্মে রুম্মান, বরিশাল ॥ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহম্মদ ইউনুস খানের সপ্তদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল ইসলামিয়া কলেজ কর্তৃপক্ষ আজ সারাদিনব্যাপীর কর্মসূচী পালন করছে। সকাল সাড়ে ৭টায় কলেজ ক্যাম্পাসে মরহুমের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন পাঠ। সকাল সাড়ে ৯টায় ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ইউনুস খানের কবর জিয়ারত, সকাল ১০ টায় মরহুমের কবরে পুস্পমাল্য অর্পণ, সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে  মরহুমের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক-কর্মচারী  অংশগ্রহন করেন । আলোচনা সভায় প্রধান অতিধি ছিলেন বরিশাল ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন-উল-ইসলামে হাবুল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম কিবরিয়া মনু।

আরও পড়ুন

Back to top button