শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ একই অবস্থা এখনও বিরাজমান বরিশাল বিআরটিএ কার্যালয়ে। বরিশাল ট্রাফিক পুলিশের আটককৃত মটর যানের লাইসেন্স করার নামে তারা মটর মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। এ নিয়ে প্রতিদিন হাতাহাতির ঘটনাও ঘটছে। বিষয়টি জেনেও রহস্যজনকভাবে নিরব ভূমিকায় বিআরটিএ কর্তৃপক্ষ। গতকাল বরিশাল বিআরটিএ অফিস কক্ষের সামনে গেলে দখা যায়, মটর মালিকদের সাথে বাকবিতন্ডা চলছে। শেষ পর্যায়ে হাতাহাতি চলছে কর্মকর্তাদের সাথে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশ কর্তৃক আটককৃত মটর সাইকেল লাইসেন্স করতে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দেওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। বিভিন্ন স্থান থেকে লাইসেন্স করতে আসা একাধিক উপস্থিত মটর মালিকরা জানান, প্রতিটি মটর যানে সরকার নির্ধারিত ফির চেয়েও দেড় হাজার থেকে ২ হাজার টাকা বেশি নেয়া হচ্ছে। মটর মালিকদের অভিযোগের কথা অস্বীকার করে বরিশাল বিআরটিএর সহকারি পরিচালক নুরুজ্জামান বলেন সরকার নির্ধারিত ফির থেকে একটি টাকাও বেশি নেয়া হয় না।