উজিরপুর পৌরসভা সীমানা নির্ধারণ নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময়

বরিশাল প্রতিনিধি ॥ উজিরপুর পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে গতকাল বুধবার বিকেলে উজিরপুর উপজেলা সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক আরিফুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ডিডিএসপি মোঃ শাহজাহান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, আ’লীগের সাধারণ সম্পাদক এস,এম জামাল হোসেন, যুবলীগের সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময়ে  উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, পরে গুঠিয়া ইউনিয়নের হানুয়া বারপাইকা কিছু এলাকা সন্ধ্যা নদীর পার্শ্বে ও উজিরপুর বাজারের আংশিক এলাকার কয়েকজন বাসিন্দা পৌরসভার অন্তর্ভূক্তর বিরোধীতা করেন। অনেকেই তৃতীয় শ্রেণীর পৌরসভার মধ্যে বাস করে বিপুল অংশের ট্যাক্সসহ ভর্তূকি দিতে রাজী নয়। জেলা প্রশাসক আরিফুর রহমান সরেজমিনে গুঠিয়ার বারপাইকা ও উজিরপুর বাজারের অংশটুকু পরিদর্শন শেষে উজিরপুর পৌরসভার সকল কার্যক্রম খুব দ্রুত শুরু করার আশ্বাস দেন। বেশ কয়েকটি মৌজার আপত্তির শুনানী করা হয়। ওই সব মৌজায় তেমন কোন আপত্তি না থাকায় উজিরপুর পৌরসভার কার্যক্রমে তেমন কোন বাধা রইল না।