উম্মে রুম্মান, বরিশাল ॥ ভোলার মনপুরা উপজেলয় নির্বাচন অফিসের জন্য সার্ভার স্টেশনের ফলক উন্মোচন করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার ওই সার্ভার স্টেশন উদ্বোধনকালে এক মতবিনিময় সভায় ইসি বলেন আগামী নির্বাচন হবে কম্পিউটার নির্ভর। সার্ভার স্টেশন স্থাপনের কাজ শেষ হলেই নির্বাচন অফিসের সকল কাজ কম্পিউটার বেইজড হবে। দেশ ব্যাপী নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করছে। আগামী সকল নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ব্যবহার করা হবে। এ পদ্ধতিতে সফলতা পাওয়া গেছে। পর পর কয়েকটি নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচন কমিশন জনগনের আস্তা অর্জন করেছে। রাজনৈতিক দলগুলোর প্রভাব ও হস্তক্ষেপ না হলেই নির্বাচন কমিশন জনগনের চাহিদার সচ্ছ নির্বাচন উপহার দিতে পারে। পৌর নির্বাচন , ইউপি নির্বাচন ও সিটি নির্বাচন ইঙ্গীত করে এম সাখাওয়াত হোসেন বলেন নির্বাচন কমিশন সকল শংকা উতরিয়ে কাজ করেছে। জনগন ভোট দিয়ে তাদের যোগ্য নেতা খুঁজে নেচ্ছে। ভোট দেয়ার পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই প্রতি উপজেলায় সার্ভার স্টেশন স্থাপন করা হচ্ছে।
ভোলার মনপুরা উপজেলার নির্বাচন অফিস , সার্ভার স্টেশন স্থাপন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় নির্বাচন অফিসার মোস্তফা ফারুক, ভোলা জেলার ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার জিয়াউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী। পরে তিনি মনপুরার বিচ্ছিন্ন কয়েকটি চর এলাকাও পরির্দশন করেন। এসময় নির্বাচন কমিশনের উপর সাধারন মানুষের আস্তা কতটুটু অর্জন হয়েছে তা পরখ করতে সাধারন মানুষের সঙ্গেও কথা বলেন। এ সময় এম সাখাওয়াত হোসেন দু’দিনের সফরে বুধবার সকালে ভোলায় এসে মনপুরায় যান। বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন।