বরিশালে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদপক্ষ

শুভব্রত দত্ত, বরিশালঃ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদপক্ষ উপলক্ষে বরিশালে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোড়) মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদপক্ষ উদযাপন পরিষদের আহবায়ক ও মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন । বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল ,সাবেক সভাপতি এসএম ইকবাল,বরিশাল এনজিও ডেভেলোপমেন্ট’র (বিএনডিএন ) সভাপতি আনোয়ার জাহিদ,ডাঃ মিজানুর রহমান, প্রমুখ।

উদযাপন পরিষদ সূত্র জানায়, আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদপক্ষ উদযাপন পরিষদ ১০ ডিসেম্বর পর্যন্ত ব্যাপক কর্মসূচী নিয়েছে। ইউনিয়ন থেকে জেলা পর্যায়ের এ কর্মসূচীর মধ্যে রয়েছে ৭ ডিসেম্বর জিসিএ সম্মেলন ও যোগাযোগ মেলা, ৯ ডিসেম্বর রোকেয়া মেলা এবং ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। উপজেলা পর্যায়ে সুফিয়া কামাল ফেলোদের কর্মশালা, ইউনিয়ন পর্যায়ে কাজী ও পরোহিতদের সাথে বিবাহ ও জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংরক্ষনের জন্য সমঝোতা স্বাক্ষর, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।