অর্পিত সম্পত্তি আইন সংশোধনে স্মারকলিপি

শাহীন হাসান ॥ অর্পিত সম্পত্তি আইন নিয়ে জটিলতা ও সার্বিক সমস্যা সমাধানে বরিশাল জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দিয়েছে বরিশাল জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ। স্মারকলিপি প্রদানের পূর্বে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐ পরিষদ বশিাল জেলা ও মহানগর কমিটির উদ্যোগে গতকাল দুপুর ১২টায় বৈষম্যমূলক অর্পিত সম্পত্তি আইন বাতিল এবং এর নির্মম অভিষাপসহ ধর্মীয় জনজীবনের সার্বিক সমস্যা নিরসনের দাবীতে বরিশাল জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে  এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের  সভাপতি এ্যাড. শঅন্তি রঞ্জন চক্রবর্তী। এতে বক্তব্য রাখেন এ্যাড. দীলিপ কুমার ঘোষ, এ্যাড. হিরুন কুমার দাস মিঠু, রবীন্দ্রনাথ বসু, অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ডু, সুভাষ চন্দ্র দাস মিন্টু, এ্যাড. অনিল চন্দ্র দে, এ্যাড. শুভাশীস ঘোষ বাপ্পি, সুরঞ্জিত দত্ত লিটু, দীলিপ রায়, গৌতম দাস, কপিন্দ্রনাথ ঘোষ, এ্যাড. দুলাল চন্দ্র শীল, গোবিন্দ সরকার প্রমূখ। স্মারকলিপিতে উলে¬খ করা হয় গত ৫ জুলাই অর্পিত সম্পত্তি প্রত্যাপর্ন এর সংশোধন এর নামে যে বিল সংসদে উথ্যাপিত হয়েছে তা সংখ্যালঘু স্বার্থবিরোধী। সুপ্রীম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক। তাই তা বাতিল করতে হবে।