শাহীন হাসান ॥ মসজিদের নামে ভুয়া লিজ দেখিয়ে নগরীর রূপাতলী এলাকার ঐতিহ্যবাহী লালা দীঘি জবর দখল করে ভোগ করছে মহানগর আওয়ামী লীগের সদস্য আনিস মহুরী। সূত্র জানায়, বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর রূপাতলী সাগরদী এলাকায় প্রায় ৫৫ শতাংশ জমি নিয়ে এ দীঘিটি অবস্থিত। মূলত, এ দীগি থেকে অর্জিত অর্থ মসজিদই পাওয়ার কথা। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে মসজিদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে বছরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে আইনের ফাঁকফোকর সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন আনিস মহুরী। অথচ মসজিদের নামে ভুয়া কাগজপত্র করলেও বিগত ১০ বছরে মসজিদে কানা কড়িও দেইনি এই আ’লীগ নেতা। তার এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পায় না এলাকার সাধারণ মানুষ এবং মসজিদের মুসুল¬ীরা। তবে জাগুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি বিসিসি মেয়রকে জানান। মেয়র সংশি¬ষ্ট দপ্তরকে এ বিষয়ে অতি জরুরি ব্যবস্থা নিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তদন্ত পূর্বক অতি দ্রুত যাতে দীঘিটি দখলমুক্ত হয় সে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। মসজিদ সংলগ্ন এ দীঘিটি অবৈধ দখলের বিষয়ে জানতে চাইলে আনিস মহুরী বলেন, অভিযোগ কে কোথায় দেছে আল¬াহ জানে। ওয়ান ইলেভেনের সময় এ দীঘির জমি নিয়ে মামলায় ২০০৭ সালে আজি জিতেছি। দীঘির মালিকতো আমি নিজেই, লিজ নেয়ারতো প্রশ্নই উঠে না। মসজিদের উন্নয়নে দীঘিটি অতিসত্ত্বর দখলমুক্ত করা হোক এমনটাই প্রত্যাশা করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।