বরগুনার বিচারকের বিরুদ্ধে মামলা আমলে নিয়েছে বরিশাল জেলা জজ

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলা আমলে নিয়ে নিম্ন আদালতের নথি তলব করেছে বরিশাল জেলা ও দায়রা জজ। বিচারক একেএম সলিমুলহ এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বানারীপাড়া এলাকার রাশিদা বরগুনার বিচারক মোঃ ফকর উদ্দিন বাদশা এর মাধ্যমে ৬ লাখ টাকা দেন ব্যবসায়ী জমি ক্রেতা মোঃ রফিকুল ইসলাম। পরে টাকার কথা অস্বীকার করলে ক্রেতা রফিকুল ইসলাম বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি যাচাই বাছাই শেষে বিচারক তসলিম আরিফ খারিজ করে দেন। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে পুনরায় খারিজ হয়ে যায়। পরে গত মঙ্গলবার বাদী রফিকুল ইসলাম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আপিল মামলা দায়ের করলে বিচারক মামলা পর্যালোচনা করে আমলে নেন এবং নিম্ন আদালতের আদেশ ও নথি তলব করেন। আদালতের সংশি¬ষ্ট সূত্র এ তথ্য প্রতিবেদনকে জানিয়েছেন। উলে¬খ্য, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ফকর উদ্দিন বাদশার স্ত্রী ও তার ভাইদের পারিবারিক ঋণ শোধ করার জন্য জমিটি রফিকুল ইসলামের নিকট বিক্রি করে ৬ লাখ টাকা গ্রহণ করা হয়।