কলাপাড়ায় জনশূন্য সপ্তাহ ব্যাপী পল্লী উন্নয়ন ও সমবায় মেলা শুরু

বরিশাল প্রতিনিধি ॥ নানা  অব্যবস্থাপনার মধ্যে দিয়ে কলাপাড়ায় ৭দিন ব্যাপী পল্লী উন্নয়ন ও সমবায় মেলা ২০১১ শুরু হয়েছে । উপজেলা প্রসাশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে  মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পৌর মেয়র এস এম রাকিবুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিরুত্তম কুমার সরকার, লালুয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউল করিম,নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  আব্দুল মালেক খান, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন, চম্পাপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টি ,কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, সমবায় কর্মকর্তা আতাউর রহমান পাটোয়ারী প্রমুখ।

সপ্তাহ ব্যাপী এ মেলার  প্রথম দিনে লোক সমাগম না হওয়ায় মেলায় আগত দোকানীরা আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন । মেলায় আগত দোকানী সিকদার বুটিক হাউসের সত্বাধীকারি ফিরোজ সিকদার ক্ষোভের সঙ্গে বলেন এ মেলার তেমন কোন প্রচার না হওয়ায়   লোকজনের আগমন ঘটেনি। এমন কি মেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের তথ্য কেন্দ্রে জনসাধারনে মধ্যে এ প্রকল্পের তথ্য  প্রদান করার কোন লোক নাই। এছাড়া সকল দোকান এখন পর্যন্ত চালু করা হয়নি । অনুষ্ঠানে  উপস্থিত অতিথিদের মধ্যে অনেকেই জনশূন্য এ মেলার সমালেচনা করেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উপজেলার এক হাজার ২ শত সুবিধাভোগী ও কোন সমবায়ীকে মেলায় দেখা যায়নি।

এব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার দায়িত্বে থাকায় আমার অফিসের সহকর্মীরা  আয়োজন করে । আমি সঠিক ভাবে তদারকি করতে না পারায় একটু ভুল ত্রুটি হতে পারে । তবে শুক্রবার থেকে লোক সমাগামের চেষ্টা করবো।