উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের শোলকে স্কুল ছাত্রী অপহরনের ১০ দিন পরে এক আসামীকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছে। ওই গ্রামের মো: হানিফ হাওলাদারের মেয়ে সুমি আক্তার (১১) গত ১৭ নভেম্বর বাড়ি থেকে স্কুলে যাবার পরে নিখোজ হয়। সুমি কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।এ ব্যাপারে সুমির বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে উজিরপুর থানায় নারী নির্যাতন অপহরন সহায়তা আইন ২০০০ সংশোধীয় ২০০৩ এর ৭/৩০ এর ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ৩ নং আসামী বারেক বেপারীকে উজিরপুর থানা পুলিশ এস আই নাসির শনিবার গ্রেফতার করে আদালতে প্রেরন করেন।