গৌরনদী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বরিশালের গৌরনদী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, কালিয়া দমন গুহ-মাহিলাড়া, মনোজ কান্তি গোমস্তা-বার্থী ও পিটার এস. রতœকে সভাপতি, গনেষ চন্দ্র দাস-চরগাধাতলী, প্রনব রঞ্জন দত্ত বাবু-ইল্লা, ক্ষিতিশ পাল-বাটোজোড়, খোকন চন্দ্র দাস-নলচিড়াকে সম্পাদক, বিবেকানন্দ দাস-মাগুরা, শান্তি রঞ্জন সোম-চাঁদশী, সুধীর কুমার দাস বীর বিক্রম-মাহিলাড়া, স্বপন কুমার দত্ত বণিক-চরগাধাতলী, সুমন চন্দ্র মন্ডল শিবু-কুড়িরচরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন-শীতল চন্দ্র দে-অর্থ সম্পাদক, চক্রবর্তী নিতাই লাল ও পঙ্কজ শিকারী প্রচার সম্পাদক, মানিক লাল দত্ত ও সুশান্ত কুমার বিশ্বাস-আইন সম্পাদক, ডাঃ মনোতোষ সরকার-দপ্তর সম্পাদক, গৌতম পোদ্দার, ভীস্ম দাস ও প্রিন্স বেপারী-সাংস্কৃতিক সম্পাদক, সুধীর চন্দ্র দাস, রবাট সত্য হালদার ও উৎপল চক্রবর্তী-সমাজ কল্যান সম্পাদক, স্বপন হালদার, মনোরঞ্জন সিকদার ও শক্তি বিশ্বাসকে যোগাযোগ ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক, মলিনা রানী দে, কবিতা রানী মন্ডল, রুনু রানী মন্ডল, মায়া রানী হালদার ও ষ্টেলা মনি অধিকারীকে মহিলা বিষয়ক সম্পাদক, মঞ্জন কুমার মন্ডল রাজু, দিলীপ কুমার রায় ও মানিক লাল পালকে যুব বিষয়ক সম্পাদক, মনিষ ঘোষ, অশোক চন্দ্র দাস ও বিপ্লব মন্ডল সান্টুকে কৃষি ও বিজ্ঞান সম্পাদক, চিত্ত রঞ্জন সাহা, সুভাষ চন্দ্র দেবনাথ, পরিমল দাস, তেরেজা দাস, অখিল চন্দ্র দাস, মানিক বেপারী, বিপুল বৈদ্য, স্বজল কুমার দাস, ধীরেন বাড়ৈ, বিবেকানন্দ দাস, শিমন সরকার, সুরঞ্জন মিত্র ও দিরিপ বাড়ৈ সদস্য।