গৌরনদী সংবাদদাতা ॥ ধান কাটাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিন শাহাজিরা গ্রামে শনিবার সকালে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী ও বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের আদম আলী খান ও মোহাম্মাদ আলী খান প্রায় ৩০ বছর ধরে পৈত্রিক জমি ভোগদখল করে আসছে। শনিবার সকালে তারা তাদের জমির পাকা আমন ধান কাটতে যায়। এ সময় জমির মালিকানা দাবি করে তাদের চাচাতো ভাইয়ের ছেলে নজরুল ও কামরুল ধান কাটতে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। একপর্যায়ে নজরুল, কামরুল হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে আদম আলী খান, মোহাম্মাদ আলী খানকে কুপিয়ে জখম করে। এ সময় হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহত নজরুলকে গৌরনদী ও অপর আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।