বরগুনা সংবাদদাতা ॥ তথ্যগুলো এখন সাজানো নেই বিকেলে আসেন দিয়ে দেব। বিকেলে আবার বলেন, কাল সকালে আসেন। এভাবে সকাল-বিকাল করে গত মঙ্গলবার থেকে তথ্য না দিয়ে সাংবাদিকদের ঘুরিয়ে চলেছেন আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর হোসেন। ২০১০ ও ২০১১ সালে আমতলী উপজেলায় বাস্তবায়ন হওয়া কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং বিশেষ ও সাধারণ টেষ্ট রিলিফ (টিআর) প্রকল্পগুলোর নাম ও বরাদ্দের পরিমান জানাতে পিআইও’র কাছে অনুরোধ করা হয়। তথ্য দেব দিচ্ছি করে তিনি ও তার অফিস সহকারী হানিফ মঙ্গলবার থেকে ঘুরিয়ে চলেছেন।
সোমবার তথ্য প্রাপ্তির বিষয়ে পিআইও জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করে ‘লিখিত আবেদন করতে হবে কী না’ জানতে চাওয়া হলে লিখিত আবেদনের কোন প্রয়োজন নেই, যে কোন তথ্য দেয়া হবে বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ও তার অফিস সহকারী কোন তথ্য না দিয়ে সাংবাদিকদের প্রতিদিন সকাল-বিকেল ঘুরিয়েছেন। এ বিষয়ে আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম শামসুদ্দিন শানু বলেন, “তদারকি করার জন্য ২০১০-২০১১ সালের কাবিখা, কাবিটা, ও টিআর প্রকল্পের বিষয়ে আমি নিজেও পিআইও’র কাছে বেশ কয়েকবার তথ্য চেয়েছিলাম, কিন্তু আমাকেও তিনি বেশ কিছুদিন ঘুরিয়ে শেষে আর কোন তথ্য দেননি।” এ ব্যাপারে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান বলেন, “পিআইও এরকম কেন করল তা খোঁজ নিয়ে দেখব।”