বোরহানউদ্দিনে ড্রাগ সুপার আসার আতংকে ফার্মেসীগুলো বন্ধ

বোরহানউদ্দিন সংবাদদাতা ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ড্রাগ সুপার পরিদর্শনে আসার কথা শুনে আতংকে ফার্মেসী, দন্ত চিকিৎসালয় ও ডায়গনিষ্টক সেন্টার বন্ধ করে চলে যায়। ফলে দূর থেকে আসা রোগিরা চরম ভোগান্তির শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা যায় গতকাল ১২টার সময় হঠাৎ ড্রাগ সুপার আসার কথা শুনে ফার্মেসী মালিকদের মাঝে আতংকে ছড়িয়ে পড়লে তড়িৎগতিতে ফার্মেসীগুলো বন্ধ করে মালিকরা চলে যায়। এদিকে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার সদর এবং হাসপাতালের সামনের সকল ফামের্সীগুলো বন্ধ ছিল। এসময় হাসপাতালে সামনে ডায়গনিষ্টক সেন্টার, দন্ত চিকিৎসালয় গুলো বন্ধ ছিল। এতে দূর থেকে আসা রোগিরা চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে জানাযায়। বোরহানগঞ্জ থেকে দুপর দের টার সময় আসা রোগি তাছলিমা বেগম (৩০) জানান ডাক্তার দেখানোর পর ঔষাধ কিনতে এসে সকল ফার্মেসী বন্ধ দেখেন।

অন্যদিকে ড্রাগ সুপার বরিশাল থেকে ভোলা আসার কথা শুনে উপজেলার ফার্মেসীর মালিকদের মাঝে আতংক বিরাজ করছে। এতে সচেতন মহলের মাঝে নানা প্রশ্নের দেখা দিয়েছে? এব্যাপারে বোরহানউদ্দিন ঔষাধ ব্যবসায়ীর সেক্রেটারী আলামিনের সাথে আলাপ কালে তিনি জানান আমি গজারিয়া আছি। তবে ড্রাগ সুপার আসার কথা আমি শুনেছি।