নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশাল আদালতপাড়ায় দাদা ও চাচাসহ তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনায় পুলিশ শাকিল নামের একজনকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর জনৈক শফিজউদ্দিন আদালতে সাক্ষ্য দেন। ওই সাক্ষ্য তার ছেলে আলতাফ হোসেনের পক্ষে হয়েছে অভিযোগ তুলে আদালতের বারান্দায় বড় ছেলে আমিনুল ইসলামের ছেলে শাকিল দাদার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দাদা শফিজউদ্দিন, চাচা আলতাফ হোসেন ও নজরুল ইসলামের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষন পর তারা আদালতের পূর্ব গেট দিয়ে বের হওয়ার সময় শাকিল ক্ষুর দিয়ে তাদের তিনজনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় আলতাফ ও আলতাফের ভায়রা নজরুলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।