নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা গুচ্ছ গ্রামের দিনমজুর সুভাষ মিস্ত্রীর ষোড়শী কন্যা দিপীকা মিস্ত্রী অপহরন মামলার পলাতক আসামিকে পুলিশ মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার বাটাজোর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ছিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বাটাজোর হরহর গ্রাম থেকে অপহরন মামলার অন্যতম আসামি সম্রাট সরদারকে (২৫) গ্রেফতার করে। সম্রাট ওই গ্রামের ওমর আলী সরদারের পুত্র। উজিরপুর থানায় দায়েরকৃত দিপীকা মিস্ত্রী অপহরন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলতাফ হোসেন বুধবার সকালে অপহরনকারী সম্রাট সরদারকে বাটাজোর পুলিশ ক্যাম্প থেকে উজিরপুর থানায় নিয়ে আসেন। ওইদিনই তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাতে বখাটে সম্রাট ও তার সহযোগীরা দিপীকাকে অপহরন করে নিয়ে যায়। তিনদিন পরে হারতা ইউপি সদস্য নিখিল চক্রবর্তীসহ স্থানীয়রা অপহৃতাকে বাটাজোরের হরহর গ্রাম থেকে উদ্ধার করে। এ ঘটনায় দিপীকার পিতা সুভাষ মিস্ত্রী বাদি হয়ে উজিরপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সম্রাট পলাতক ছিলো।