নিজস্ব সংবাদদাতা ॥ প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বাহাউদ্দিন গোলাপ জানান, ৮ ডিসেম্বর সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ‘ক’ ও ‘খ’ ইউনিটের এবং বিকেল ৩ থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।