গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ উপলক্ষে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টায় গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে ছাত্র ছাত্রীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার সভাপতি এস এম শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ষ্টেপসের বরিশাল প্রতিনিধি রনজিত দত্ত, উন্নয়ন প্রচেষ্টার সম্বয়কারী বিথী কবীর, সাংবাদিক আনোয়ার হোসেন তালুকদার, ছাত্রী মিতু আকতার প্রমূখ। সভায় ৫টি কলেজ ও ৫টি হাইস্কুলের ছাত্র ছাত্রী অংশ নেয়। পরে নারী নির্যাতন প্রতিরোধে চাত্র ছাত্রীদের মধ্য থেকে প্রতিনিধিদের নিয়ে স্বেচ্ছা সেবক দল গঠন করা হয়।