শাহীন হাসান ॥ বরিশাল নগরীর কাউনিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় ইভটিজিং বন্ধ ও ইভটেজার দমন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে কাউনিয়া থানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল সকালে অত্র থানার বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কুল এবং কলেজের সামনে আড্ডা ও স্কুল ও কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্তকারীকে আটক এবং কঠোর শাস্তি প্রদানের কথা উল্লেখ করে মাইকিং করা হয়। জানা গেছে, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের একান্ত উদ্যোগে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিকে গতকাল থানা কর্তৃক ওই ঘোষণা শোনার পর থেকে ছাত্রীসহ অভিভাবক মহলে নানা আলোচনার ঝড় উঠে। অনেকেই পুলিশের ওই পদক্ষেপের প্রশংসা জানিয়েছেন। এদিকে কাউয়ারসার, ভাটিখানার কতিপয় ছাত্রী ও অভিভাবকদের সাথে আলাপ করে তারা জানান, প্রশাসনের পক্ষ থেকে ইভটিজিং বন্ধের জন্য কাউনিয়া থানার এই উদ্যোগকে সাধুবাদ দেয়া উচিৎ। তারা এই পদক্ষেপকে অব্যাহত রাখার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। গতকাল কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলামের সাথে আলাপ কালে তিনি জানান, স্কুল ও কলেজ পড়–য়া ছাত্রীদেরকে নিরাপত্তার মধ্যে দিয়ে অধ্যায়ন এবং ইভটেজার দমনসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড নিরসন ও দমনের জন্য তার প্রশাসনের এই পদক্ষেপ। তিনি আরো জানান যে, আজ থেকেই তাদের কার্যক্রম শুরু হবে এবং তা অব্যাহত থাকবে।