গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকীর আঃ রায্যাকের পঞ্চম মৃত্যুবাষির্কী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে স্মরনসভা, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরন সভায় প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল কালাম।
বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, সাবেক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মোঃ আহসান উল্লাহ, সাবেক সহসম্পাদক সুশীল জয়ধর, কোষাধ্যক্ষ এস.এম জুলফিকার, দপ্তর সম্পাদক তৌহিদী মাহমুদ তুহিন, অনলাইন পত্রিকা গৌরনদী ডটকমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক আমিন মোল্লা, এম.আলম, সঞ্জয় পাল, বিশ্বজিত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস, উত্তম দাস প্রমূখ। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন।