উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সামাজিক উন্নয়ন সংস্থা (আশিক) নামের একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
এ উপলক্ষে উপজেলার হাবিবপুর সৈয়দ আজিজুল হক ডিগ্রী কলেজ মিলনায়তনে শনিবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী নাসিম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুর রাজ্জাক মাষ্টার, ওটরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, হাবিবপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফারুক মোজাম্মেল হক, অধ্যক্ষ শাহাদাত হোসেন, প্রান কৃষ্ণ ঘোষ, প্রধান শিক্ষক প্রিয় লাল ঘোষ, মোঃ মনিরুজ্জামান, আবুল বাশার প্রমুখ। শেষে সর্ব সম্মতিক্রমে প্রকৌশলী নাসিম আহম্মেদকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সামাজিক উন্নয়ন সংস্থা (আশিক)-এর আহবায়ক মনোনীত করা হয়।