আ’লীগ নেতা কমিশনার মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ॥ ওসির প্রত্যাহারের দাবি

মাহ্ফুজ ইসলাম (শিপলু), দাউদকান্দি ॥ দাউদকান্দি পৌরসভার সাবেক কমিশনার মিলন খন্দকারের হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেফতার ও থানার দাউদকান্দি পৌর মেয়র নিহতের স্ত্রী সন্তানওসি রতন কৃষ্ণ নাথের অপসারনের দাবিতে আজ ৫ ডিসেম্বর সোমবার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মহাসড়ক অবরোধ ও মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তকদির খন্দকার, মিলন খন্দকারের স্ত্রী নুরুন্নাহার বেগম, ভাই মিরাজ খন্দকার ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

প্রতিবাদ সভায় আগামী ৩ দিনের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে এবং দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কৃষ্ণ নাথকে প্রত্যাহার করা না হলে দাউদকান্দিতে হরতাল সহ কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে বলে নিহত পৌর কমিশনার মিলন খন্দকারের স্ত্রী নুরুন্নাহার বেগম জানান। এদিকে মহাসড়ক অবরোধ ও মানববন্ধনের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ সার্বক্ষনিক নিরাপত্তা জোরদার  করে রাখার কারণে কোন যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেনি। ।

এদিকে মানববন্ধন শেষে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাছের এর নিকট মিলন কমিশনারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে একটি স্মারকলিপি পেশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স্মারকলিপিটি গ্রহণ করেন এবং হত্যাকারী যেই হউক তাকে অবশ্যই আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন।

এ ব্যাপারে দাউকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন কৃষ্ণ নাথ বলেন মিলন কমিশনার হত্যাকারীদের গ্রেফতারের জন্য আমি সর্বাত্মক অভিযান চালাচ্ছি। তবে আমার ব্যাপারে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। আমি এ ব্যাপারে কোন গাফিলতি করে থাকলে আমার উর্ধ্বতন অফিসার তা দেখছেন।