উজিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে

বরুন মিত্র, উজিরপুরঃ বরিশালের উজিরপুর বন্দর বাজারে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান ও ১টি গুদাম ঘর সম্পূর্ন পুড়ে গেছে।আগুন নিভাতে গিয়ে কমপক্ষে তিনজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে তাদের প্রায় ২৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। উজিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রনে আনে।

উজিরপুর ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানাগেছে সোমাবার দিবাগত রাত ১টার দিকে একটি লাইব্রেরীর দোকান থেকে বাজারের পাহারাদাররা আগুন জ্বলতে দেখে, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পরে। এতে  জাহাঙ্গীর মল্লিকের বই পত্র ও স্টেটেশনারী, সেলিম হাওলাদারের বুসরা ফার্মেসী, শাহিন ভূইয়ার ইলেকট্রনিক্স গুদাম, হাসেম মোল্লার হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছে জাহাঙ্গীরের প্রায় ৮ লক্ষ টাকা, সেলিমের ১৫ লক্ষ, হাসেম মোল্লার ২ লক্ষ, শাহিন ভূইয়ার ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সান্তনা দেন।