চার মাস ধরে এক্স-রে মেশিন বিকল আর পানির পাম্প নষ্ট চারদিন – গৌরনদী হাসপাতালের রোগীদের চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতাঃ সেবার মানউন্নয়নে বরিশাল উত্তর জনপদের সর্ববৃহৎ ৫০ শষ্যা বিশিষ্ট বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলা হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি গত চার মাস ধরে বিকল অবস্থায় পরে রয়েছে। গত চারদিন ধরে হাসপাতালের পানির পাম্পটি নষ্ট হয়ে গেছে। ফলে প্রতিনিয়ত হাসপাতালে আগত ও ভর্তি রোগীসহ চিকিৎসকদের চরম দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিকবার আবেদন করেও কোন সুফল মেলেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত চার মাস পূর্বে যান্ত্রিক ত্র“টির জন্য হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বিকল অবস্থায় পরে রয়েছে। ফলে প্রতিনিয়ত হাসপাতালে আসা সাধারন রোগীদের এক্স-রে করাতে হলে বাহির থেকে চড়া মূল্যে এক্স-রে করাতে হচ্ছে। গত চার মাসে এক্স-রে মেশিনটি মেরামতের জন্য চারবার সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেও কোন সুফল মেলেনি।

এদিকে গত চারদিন পূর্বে হাসপাতালের একমাত্র পানি সরবারহের পাম্পটি বিকল হয়ে গেছে। ফলে হাসপাতালের ভর্তি রোগী, তাদের স্বজন ও হাসপাতাল কোয়ার্টারের চিকিৎসক ও তাদের পরিবারদের চরম দুর্ভোগে পরতে হয়েছে। চারদিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালের ভর্তি রোগীদের ওয়ার্ডে চরম দুগর্ন্ধের সৃষ্টি হয়েছে। সূত্রে আরো জানা গেছে, ৫০ শষ্যা বিশিষ্ট গৌরনদী উপজেলা হাসপাতালে গত ৫দিনে ৬৫ জন রোগী ভর্তি হয়েছে। জরুরি ভিত্তিতে উল্লেখিত সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।