আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতে প্রেমিক যুগলের জরিমানা ॥ গাঁজা বিক্রেতার কারাদন্ড

নিজস্ব সংবাদদাতাঃ ভ্রামম্যান আদালতের রায়ে এক প্রেমিক যুগলকে নগদ অর্থ জরিমানা ও এক গাঁজা বিক্রেতাকে কারাদন্ড দেয়া হয়েছে। প্রেমিক যুগলকে জরিমানার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে বরিশালের আগৈলঝাড়ায়।

আগৈলঝাড়া থানার এস.আই আলী হোসেন জানান, জোবারপাড় গ্রামের সবিতা পান্ডে ও পাশ্বর্তী জল্লা গ্রামের অমৃত হালদারকে স্থানীয়রা সোমবার রাতে আপত্তিকর অবস্থায় আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। মঙ্গলবার বিকেলে আটককৃত প্রেমিক যুগলদের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর বিশ্বাসের আদালতে সোর্পদ করা হয়। ম্যাজিষ্ট্রেট আটককৃত প্রেমিক যুগলের প্রত্যেককে নগদ দু’শ টাকা করে জরিমানা করেন।

একই আদালতে ১১ পুরিয়া গাঁজাসহ পুলিশের অভিযানে গ্রেফতারকৃত টেমার গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের পুত্র জাকির সরদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডের রায় ঘোষনা করা হয়।