নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের বাকেরগঞ্জের চাঞ্চল্যকর সেঁজুতি অপহরন ও আত্মহনন মামলা তুলে নেয়ার জন্য মা হাফিজা বেগমকে হুমকি দেয়ার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
বাকেরগঞ্জ থানার সদ্য যোগদানকারী চৌকস অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, গত ১ ডিসেম্বর বাকেরগঞ্জ থানায় সেঁজুতির মা হাফিজা বেগম একটি সাধারন ডায়েরী করেছেন। ওই ডায়েরীতে তিনি অভিযোগ করেন, রঘুনাথপুর গ্রামের মৃত হোসেন মল্লিকের পুত্র আলতাফ মল্লিক মামলা তুলে নেয়ার জন্য তাকে (হাফিজাকে) বিভিন্ন ধরনের হুমকি অব্যাহত রেখেছে। এ অভিযোগের ভিত্তিতে গত সোমবার আলতাফকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার কন্যা সেঁজুতিকে গত ১৫ অক্টোবর এলাকার একাধিক বখাটে যুবকেরা গণধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে না পেরে গত ২১ অক্টোবর সেঁজুতি আত্মহত্যা করে। এ ঘটনায় তৎকালীন থানার ওসি রবিউল ইসলামকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। পরবর্তীতে গৌরনদী থানার চৌকস ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম’কে বাকেরগঞ্জ থানায় বদলী করা হয়। সে (নুরুল ইসলাম) থানায় যোগদান করার পর পরই সেঁজুতি অপহরন ও আত্মহত্যায় প্ররোচনার মামলার ১০ আসামির মধ্যে নয়জনকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।