নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের এক কিশোরী বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা গেছে। পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের মৃত গোপাল পান্ডের কিশোরী কন্যা শান্তা পান্তে (১৬) রহস্যজনক কারনে মঙ্গলবার সকালে পরিবারের সবার অজান্তে বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় শান্তাকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়।